পোস্টগুলি

অক্টোবর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এসো মা লক্ষ্মী

ছবি
                  এসো মা লক্ষ্মী  এ মারীকালে লক্ষ্মী আসুক ঘরে ঘরে। লক্ষ্মী আসুক অট্টালিকা থেকে আসুক মন্দিরের তোষাখানা ভেঙে লক্ষ্মী আসুক নিরুপায় কর্মীর মগজে আসুক গ্রামে গঞ্জে শহরে বস্তিতে। লক্ষ্মী আসুক পুজো না হওয়া গেরস্তের ঘরে লক্ষ্মী আসুক ধর্ম না মানা নাস্তিকের দোরে আসুক লক্ষ্মী তার অতুল ঐশ্বর্যের পাট্টা দিতে। প্রতি বিষ‍্যুতবারের অন্ন-জলে ঋণী মা লক্ষ্মী এ মারীকালে, তুমি এসো ঘরে ঘরে।                                                        

এসপার-ওসপার

ছবি
প্রকাশ করতে লাগবে না,এ'রকম ভেবে একবারই লিখেছিলাম।                                                             তোদের ওপর ঘৃণাও হয় না, অসহায় বোধ করি। লাঠি চাই......চাই লাঠি। তোরা আমার পুরুষ সত্ত্ব ধর্ষণ করেছিস। বাঁচতে চাওয়ার ইচ্ছেটাকেই ছিঁড়ে দিয়েছিস। সুযোগ পেলেই ব্রহ্মতালুতে স-পাটে মারি। লাঠি চাই......চাই লাঠি। পুরুষত্বের দিব‍্যি করছি, যতদিন বাঁচব---- একটাও যদি সুযোগ আসে, মারবই মারব। বীর্য‍্য রক্ষা ক'রে, যাই যাব সংশোধনাগার... জানি, তোরই জন‍্যে তোলা আছে মানব অধিকার।