এসপার-ওসপার
প্রকাশ করতে লাগবে না,এ'রকম ভেবে একবারই লিখেছিলাম।
তোদের ওপর ঘৃণাও হয় না, অসহায় বোধ করি।
লাঠি চাই......চাই লাঠি।
তোরা আমার পুরুষ সত্ত্ব ধর্ষণ করেছিস।
বাঁচতে চাওয়ার ইচ্ছেটাকেই ছিঁড়ে দিয়েছিস।
সুযোগ পেলেই ব্রহ্মতালুতে স-পাটে মারি।
লাঠি চাই......চাই লাঠি।
পুরুষত্বের দিব্যি করছি, যতদিন বাঁচব----
একটাও যদি সুযোগ আসে, মারবই মারব।
বীর্য্য রক্ষা ক'রে, যাই যাব সংশোধনাগার...
জানি, তোরই জন্যে তোলা আছে মানব অধিকার।
Bastobik
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনবেশ
উত্তরমুছুনতুমি ভালো থাকো। অনুপ্রেরণা দাও।
মুছুন