এসো মা লক্ষ্মী

                  এসো মা লক্ষ্মী 
এ মারীকালে লক্ষ্মী আসুক ঘরে ঘরে।
লক্ষ্মী আসুক অট্টালিকা থেকে
আসুক মন্দিরের তোষাখানা ভেঙে
লক্ষ্মী আসুক নিরুপায় কর্মীর মগজে
আসুক গ্রামে গঞ্জে শহরে বস্তিতে।
লক্ষ্মী আসুক পুজো না হওয়া গেরস্তের ঘরে
লক্ষ্মী আসুক ধর্ম না মানা নাস্তিকের দোরে
আসুক লক্ষ্মী তার অতুল ঐশ্বর্যের পাট্টা দিতে।
প্রতি বিষ‍্যুতবারের অন্ন-জলে ঋণী মা লক্ষ্মী
এ মারীকালে, তুমি এসো ঘরে ঘরে।
                                                       

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দুর্গাপুজোর সাত কাহন

আলয়

এসপার-ওসপার