পোস্টগুলি

নভেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সমান্তরাল

ছবি
গেনু একতাল মাখা ময়দা পেল একশ টাকার বিনিময়ে। এবার সে সেটা বিক্রি করবে কিন্তু রাজার নিয়ম মেনে দশ টাকা রাজকোষে দিতে হবে। পেয়াদা বলল, নিয়ম না মেনে, তাকে পাঁচ টাকা দিলেই হবে। গেনু চিন্তায় প'ড়ে গেল। চামেলী নদীতে মাছ ধ'রছিল, ভোর থাকতে। সকাল হ'লে, বাড়ি গিয়ে ঘরে খোরাকি কিছু রেখে শুকনো কাপড় প'রে, বাজারে গেল বিক্রি করতে। কিন্তু তাকেও নিয়ম মেনে পাঁচ টাকা রাজকোষে দিতে হবে। পেয়াদা বলল, নিয়ম না মেনে তিন টাকা তাকে দিলেই হবে। চামেলী পড়ল মহা ফাঁপড়ে। এই অবস্থায় গেনুর ময়দা শক্ত হয়ে যাবার জোগার। চামেলীর মাছ পচে যায় যায়। দুজনে ছুটলো রাজার কাছে। রাজ-সাক্ষাৎ কি আর যে সে ব‍্যাপার! অনেক ঘর, বারান্দা, খিলান পেরিয়ে তারা হাজির হ'ল রাজার সামনে। হাসি হাসি মুখে রাজা বসে আছে। ওদের দেখে রাজা ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করল, কি ব‍্যাপার। ওরা সব বৃত্তান্ত বলার শেষে, গেনু বলল, তার কাছ থেকে দশ টাকা নিলে তার ময়দার দাম যাবে বেড়ে, তখন সে বেশি খদ্দের পাবে না, বরং রাজপেয়াদার পাঁচ টাকাটাই রাজা নিক তাহলে সেও খদ্দের পায়, রাজকোষেও কিছু অর্থ জমা পড়ে। চামেলীও একরকম সেই কথাই বলল। রাজা সেই কথা শুনে বলে, " ...

পাগলী

ছবি
                               তোকে কেউ নেবে না রে মা ওদের ভরা সংসারে গরিবিয়ানার মিথ‍্যে গল্প বানায় মুখ হাত নেড়ে। তোকে ওরা পাগলী ব'লে দূরে দূরে রাখতে চায় একেবারেই দূরে গেলে তবে ওরা শান্তি পায়। দিবি নাকি ঝাঁপ রেললাইনে? যাবি ডুবে ঐ গঙ্গায়? তাও তো পারবি না তুই, জানিস না কিসে প্রাণটুকু যায়! যে প্রাণ দিয়ে আগলেছিলি ছোট ছোট প্রাণগুলো, তারাই আজ হৃষ্টপুষ্ট তোর দিকে তারা পথভুলো।                                              

শিল্প

ছবি
                         শিল্প চায় স্বেচ্ছাচার              কে মানবে, কে মানবে না              এ সব যার-যার, তার-তার।             ( কিন্তু গন্ডোগোল অন‍্যখানে, )              শিল্প বলতেই, যেন লতা-ফুল-গুল্ম              আসলে তা তো নয় -----              শিল্প আদতে ইস্পাতের তন্তু              কেপে বসে গেলে, চিত্তে              রক্তক্ষরণ হয়।              শিল্প বরাবর রক্তের নিকটাত্মীয়              এ সত‍্য মানা, না মানা.......              যে যার চিন্তা  স্বকীয়।              তবে, দুর্বল চিত্তে রক্তক্ষরণ ...