পাগলী
গরিবিয়ানার মিথ্যে গল্প বানায় মুখ হাত নেড়ে।
তোকে ওরা পাগলী ব'লে দূরে দূরে রাখতে চায়
একেবারেই দূরে গেলে তবে ওরা শান্তি পায়।
দিবি নাকি ঝাঁপ রেললাইনে? যাবি ডুবে ঐ গঙ্গায়?
তাও তো পারবি না তুই, জানিস না কিসে প্রাণটুকু যায়!
যে প্রাণ দিয়ে আগলেছিলি ছোট ছোট প্রাণগুলো,
তারাই আজ হৃষ্টপুষ্ট তোর দিকে তারা পথভুলো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন