শিল্প
শিল্প চায় স্বেচ্ছাচার
কে মানবে, কে মানবে না
এ সব যার-যার, তার-তার।
( কিন্তু গন্ডোগোল অন্যখানে, )
শিল্প বলতেই, যেন লতা-ফুল-গুল্ম
আসলে তা তো নয় -----
শিল্প আদতে ইস্পাতের তন্তু
কেপে বসে গেলে, চিত্তে
রক্তক্ষরণ হয়।
শিল্প বরাবর রক্তের নিকটাত্মীয়
এ সত্য মানা, না মানা.......
যে যার চিন্তা স্বকীয়।
তবে, দুর্বল চিত্তে রক্তক্ষরণ
তাও বরাবর ভয়ানক।
দুর্বল চিত্তে শিল্প হয় না
তার আছে বিষ দাঁত, বিষ নখ।
সর্বাধিক রক্তাক্ত করেছে পৃথ্বী।
আজও তাই চলে....
কেউ থামাতে পারেনি।
তবু ন্যাড়া বার বার বেলতলায় যায়
স্বাধীনতা.....; না-না, শিল্প স্বেচ্ছাচার চায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন