একান্ত
একান্ত
ধর্ম আমার রাতের বিছানা, একান্ত আশ্রয় হ’য়ে ওঠে।
নিভৃতির চারপাশে লতা গুল্ম বৃক্ষ সব পাশাপাশি থাকে
ডানা ভাঙা কাক, ধূর্ত নেংটির চকিত আসা যাওয়া
মৃত্যুর আঁধারকে জীবন্ত রাখে।
মহা মহিম ধর্ম আমার আঁধারেও দেখার ক্ষমতা দেয়।
ধর্ম আমার আয়না, আমি উলঙ্গ ধর্মের কাছে
নিভৃত চাহনিতে অপলক দেখা আনখশির।
এই আমি সেই তুমি হ’য়ে ওঠে, রোমাঞ্চ জাগে
শিরা উপশিরা জেগে ওঠে তুমুল উচ্ছাসে।
নিভৃতির গোপনে রাত জেগে ওঠে
হুজুগের রাহুগ্রাসে আচ্ছন্ন সকালে
শকুন শেয়ালেরা জোট বেঁধে ডাকে।
-
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন