টোকা লেখা

রাজনীতি পৃথিবীর চারিদিকে বেষ্টনকারী অদৃশ‍্য আবরণ যা পৃথিবীর মানুষের প্রবৃত্তির টানে পৃথিবী সংশ্লিষ্ট হ'য়ে র'য়েছে। রাজনৈতিক পরিমণ্ডল পৃথিবীর জীবজগৎকে ক্ষতিকর পরিণতি এবং বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করে। নানাবিধ মতের মিশ্রণে রাজনীতি গঠিত, যার মধ‍্যে দক্ষিণপন্থা ও বামপন্থা সর্বাধিক। রাজনৈতিক নেতা-নেত্রী মারফৎ সুবিধা গ্রহণ করেই আমরা বেঁচে আছি। তবে রাজনীতির গঠন স্থির নয়। এর প্রধান পরিবর্তনশীল দু'টি উপাদান হ'ল রাজা ও নীতি। রাজনীতির সাংগঠনিক উপাদানগুলো হচ্ছে : ভোটার 78.09%, রাজনৈতিক দল 20.95%, আঞ্চলিক স্বার্থ 0.93%, দরিদ্রের স্বার্থ 0.03% এবং সামান্য পরিমাণে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জীবনের মান সম্পর্কিত নীতি ও নেতা। নেতা রাজনীতির উচ্চমাত্রায় পরিবর্তনশীল। এর সৃষ্টি ও ধ্বংস উভয়ই হ'য়ে থাকে সময় এবং ক্ষমতা শোষণের দ্বারা। এই নেতাদের অধিকাংশকেই অধিক উচ্চতায় পাওয়া যায়। রাজনীতিবিদ‍্যায় এই নেতা অত‍্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটি বর্ণশ্রেষ্ঠ ও শ্রেষ্ঠীদের আগ্রাসনের কদর্য রূপকে শোষণ করে। রাজনীতিতে, দরিদ্রদের অবহেলিত স্বার্থের বিক্ষোভ বিকিরণের প্রক্রিয়াকে বাধা প্রদান করে। বিশ্বব‍্যাপী অভাবজনিত (যেমন- খাদ‍্যাভাব, স্বাস্থ্যাভাব) ব‍্যাপক বিক্ষোভ বিংশ শতাব্দীর প্রথমার্ধে রাজনীতিতে অস্থিরতার পরিমাণ প্রায় 12% বৃদ্ধি করেছে। এর ফলে উল্লিখিত সময়ে পৃথিবীর মানুষের গড় বিক্ষোভের উত্তাপ  1.1° সে. বৃদ্ধি পেয়েছে।
আধুনিক মতে, 'হাওয়া' হচ্ছে রাজনীতির দেবতা, যাঁকে প্রায়শই শিল্পপতিদের সঙ্গী অথবা কখনো কখনো শিল্পপতিদের সমকক্ষ হিসেবে মনে করা হয়। তিনি সহস্র শিল্পচালিত  একটি রথে আসীন। পরবর্তীতে, চারটি তোতাপাখি টানা একটি রথে হাওয়াকে আসীন হিসাবে চিত্রিত করা হয়। বেদে যদিও এই হাওয়ার মর্যাদা শ্রেষ্ঠী অথবা বর্ণশ্রেষ্ঠর সমকক্ষ নয়, তথাপি তাঁকে গণদেবতা ভোটারদের মিত্র হিসাবে সম্মানিত করা হয়েছে। বেদের পুরুষসূক্তে তাঁকে পুরুষের পুত্র বলে উল্লেখ করা হয়েছে।
           *********************
আমার এক বন্ধু আমার বিরুদ্ধে এই লেখাটি সম্বন্ধে অভিযোগ করেছে যে, আমি লেখাটি (google search করে) বায়ুপিডিয়া থেকে টুকেছি।
আমি অস্বীকারও করছি না, কিন্তু রুমালের সঙ্গে বেড়ালের কোনো সামঞ্জস‍্য যদি কেউ খুঁজে পায় তাহলে, অভিযুক্ত কে হবে, রুমাল? বেড়াল? না,যে খুঁজে পেল সে?
অর্থের জন‍্য লক্ষ্মী আছেন, শিল্পের বিশ্বকর্মা, শিক্ষায় সরস্বতী, রাজনীতির জন‍্য হ'লই বা পবন থুড়ি পওয়ন দেওতা! পওয়ন পুত্র তো ইতিমধ্যেই  in

                                                     

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দুর্গাপুজোর সাত কাহন

আলয়

এসপার-ওসপার