খেলার পুতুল

               খেলার পুতুল

তোর অবস্থা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। আর কাঁদিস না,কষ্ট হবে। আমিও এমন বায়না ধ'রতাম,কথাবলা হাত-পা নাড়ানো পুতুল চাই। বাড়ির একমাত্র মেয়ে ছিলাম তো! সব আবদারই মিটত,কথা বলা পুতুলের আবদার কেউ মেটাতে পারেনি। তুই এমন আবদার করিস না। কেউ মেটাতে পারবে না।

বাবা তো ব'লল এনে দেবে.......

তোর কান্না থামানোর জন্যে বলেছে। আর কাঁদিস না। হেঁচকি উঠছে,এবার কষ্ট হবে।

হোক, পুতুল না আনলে আমি চ'লে যাব।

কোথায় যাবি রে পাগলি.....একা একা খেলতে শেখ,একা একা খেলতে পারিস না?

বাবা তো বলেছে এনে দেবে।

তাহ'লে আর কাঁদছিস কেন? মা দোকান থেকে এসে যদি দেখে তুই এখনও কাঁদছিস.....তুই তো তারও একটা পুতুল। কথা শুনিস না ব'লে মার খাস।

আমি আমার পুতুলকে অনেক জামা প‍্যান্ট পরাব।

পরাবি পরাবি..... তোকে আরও কত কি করতে হবে! তাকে বসিয়ে দিতে হবে,শুইয়ে দিতে হবে,জামাকাপড় পরিয়ে দিতে হবে, খাইয়ে দিতে হবে তারপর সে একদিন চলতে শিখবে,ব'লতে শিখবে, তোর  কথার অবাধ‍্য হবে,তখন কি করবি?

আমি সব করব....

তোর পুতুল যদি তোকে পছন্দ না করে?

তুমি বাজে কথা ব'লছ.....

বাজে কথা নয় রে,তা-ই হয়। তোর থেকে দূরে চলে যাবে,কষ্ট হবে,পুতুলের জন‍্যে আর কাঁদিস না।

কষ্ট হবে কেন?

তুই তাকে বসাবি,খাওয়াবি,শোয়াবি,আদর করবি আর যখন তুই দেখবি,তোকে আর তার ভালো লাগছে না,একা একাই সব করছে,তোকে কিচ্ছু করতে হচ্ছে না,তোর দুঃখু হবে না?

পুতুল কি নিজে নিজে করতে পারে!

আজ পারবে না,কাল পারবে।

তুমি কিছু জানো না,পুতুল কিছু পারে না।

তুই তো হাত-পা নড়া,কথাবলা পুতুল চাইছিস,ওরা সব পারে।

হোক গে,আমার কথাবলা হাত-পা নড়া পুতুল চাই।

তোর খুব জেদ হ'য়েছে,ঠিক আমার মতো। ভালো নয়। তোকে কি ভাবে বোঝাবো;আচ্ছা ঠিক আছে,এখন তো জামাটা পাল্টে দিই,আয়।

না।

এই যে তুই আমার কথা শুনছিস না,তাহ'লে তোর পুতুল তোর কথা শুনবে কেন?

হ‍্যাঁ শুনবে আমার কথা শুনবে।

চো  প।। বলছি এমন পুতুল হয় না........লাগলো?আমি মারিনি রে,লাগলো?তোর বাবা মাকে বলবি না তো?! আমি মারিনি! হাতটা লেগে গেছে,লাগলো?

একঘেঁয়ে কান্নার হেঁচকিটা কখন থেমে গেছে.....অবাক হ'য়ে সে ঠাকুমার দিকে তাকিয়ে.....ঠাকুমাও কাঁদছে......ঠাকুমারও পুতুল চাই?!!
               ______________________





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দুর্গাপুজোর সাত কাহন

আলয়

এসপার-ওসপার