পুতুল খেলা
পুতুল খেলা
আমি পুতুল খেলতে ভালোবাসি
পুতুল পুতুল খেলা,
ছেলে পুতুল,মেয়ে পুতুল
আমার ছোটবেলা।
আজও আছে পুতুল খেলার
গভীর নাড়ির টান
ছেলে হোক বা মেয়ে হোক
সে আমার সন্তান।
যাকে খাইয়ে দেব পরিয়ে দেব
যেমন দিতাম আগে
পুতুল নিয়ে ক'রতে খেলা
আজও ভালো লাগে।
বিদ্বেষী সব মনস্তত্ত্ব
বলে নাকি,কতৃত্ব।
জানতে,যদি মা হ'তে-
কাকে বলে মাতৃত্ব।
___________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন