শিশু দিবস
সুন্তুমুনুর কেনা
কিন্তু ও তো অত বোঝে না.....
তাই কাঁদে, সবার কাছে যায় না সে।
গাল টেপা, সুন্তুমুনু, কত আদরের ভাষা
বেচারি আমার বাচ্ছাটা, একটু বুঝত যদি...
ওকে আবার কেমন সবাই আদর ক'রে রাগায়
ও-ও তখন হাবি-জাবি কত কথা শোনায়
সে সব শুনে সবাই হেসে বেদম লুটোপুটি
ও তো অত বোঝে না, তাই কাঁদে
আমার বাচ্ছাটাকে সবাই খুব ভালোবাসে।
আরে সেদিন দেখোনা, কে বলল, 'তোর মাকে নিয়ে যাব'
অমনি তার সেকি কান্না, মাটিতে শুয়ে পড়ল।
আমি বললাম, অমন করে না সোনা, সবাই ভালোবাসে!
সে কি বোঝে, সে তো নাছোড়, কিছুতেই উঠবে না।
ও কি বোঝে, সব বাচ্ছাকে সবাই ভালোবাসে
রাগিয়ে দেওয়া, পেছনে লাগা, এগুলো তো মজা
শুধু শুধু কেউ ভালোবাসে? একটু মজা করবে না?
তোকে সবাই এত ভালোবাসে, তার মূল্য চোকাবি না!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন