দু'টো লেখা
এক
দেশটাকে তুমি ভাবতেই পারো তোমার খুশিমতো
দেশটাকে তুমি গ'ড়তেই পারো তোমার মনমতো
দেশটা কারো একার নয়,তুমিও
একজন,
স্বপ্ন তুমি দেখতেই পারো দেশের মানুষ নিয়ে।
অতলবাসী মানুষ তার পাতালবাসী জান।
আনতেই পারো তুলে তাকে দিতেই পারো আসন।
মানুষ তো আর অন্য নয় তুমিও
একজন
তোমার দেশের মানুষ হবে তোমারই
মতন।
বাদ দিতে যদি তৈরী তোমার স্বপ্নদেশ,
তুমিও বাদই থেকে যাবে.......
নরকের এই প্রাচীন সন্দেশ।
দুই
আমার দেশকে সবাই মা বলে।
তার আছে অযুত সম্পদ,
তার সাত সন্তান সাত অবতার।
মতে মিল নেই, মনে মিল নেই
দেখতেও এক একরকম
শুধু মেলে তাদের স্বর, মা ডাকে।
একজন চেঁচায় তো আরেক শান্ত থাকে
অপরজন উদাসভাবে ফন্দি আঁটে।
মারামারি, দলাদলি তো লেগেই আছে;
তারই ফাঁকে, যখন মাকে যায় দেখা--
এত মমতা মাখা, গোস্পদেও তার
ছায়া পড়ে।
আমার দেশ, সবাই তাকে মা বলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন