3 ডিসেম্বর

মানুষটা খুব অল্পদিন পৃথিবীতে ছিল।
মানুষটা আজও পৃথিবীর জীবনে আছে।
আগ্রাসীর হাতে হাত, সমঝোতা নয়,
সে হাত ভেঙে দিতে হয়।
সত‍্যটা সে জীবন দিয়ে জানিয়েছিল,
মানুষটা খুব অল্পদিন পৃথিবীতে ছিল।

বাজার ছেয়েছে সত্ত্বা, কেড়েছে চিন্তা স্বাধীন,
সে কিন্তু আজও বেঁচে আগ্রাসীর চোখে চোখ রেখে।
মাটি জল বনের অধিকার হারাতে হারাতে 
সে জেনেছে জীবন বাজি রাখতে 
আবার ছুঁড়বে বোমা অত‍্যাচারীকে, যেমন ছুঁড়েছিল--
মানুষটা খুব অল্পদিনেই শিক্ষা দিয়েছিল।
                                             

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দুর্গাপুজোর সাত কাহন

আলয়

এসপার-ওসপার