টান
তুই তারাতলায়?
আমি গড়িয়াহাটে।
পৌঁছে মিসকল দিস।
আমি পৌঁছব দেরিতে।
না-রে বাবা যাব না ওখানে,
বলছি তো....ভ্যাট।
বেশী দেরি হবেনা......
পৌঁছে কথা বলব, ব্যাস।
..............
যখন দু'জন একই পথে
তুই পাহারাদার হবি?
মনের যত উলুক-সুলুক
তুই চিনতে পারবি?
চল না একটু সাঁতার কাটি
জলপরীদের খেলা
নিথর পাড়ে বসে বসেই
কাটিয়ে দেব বেলা?
কত পথ সাঁতরে এসে
পাড় ধরেছে মনে
তাই ব'লে কি পাড়ে বসেই
কাটাব দু'জনে?
❤️❤️❤️❤️❤️
উত্তরমুছুন🌹💖
মুছুন🌹💖
মুছুন