সন্ধ্যা
সন্ধ্যা
শিশিরভেজা সন্ধ্যার ঘাসে
ক্লান্ত ফড়িং ফিরে আসে,
পান করে অন্ধকার,
সূর্যটাকে জন্ম দেবে ব'লে।
তুমি আমি নিভৃতে বিশ্রামে,
নদীর হাওয়ায় তখন
উঠেছে বিলাসকথা,
মোহময়ী কত না রাত্রি
তারই বোধন উৎসবে
মদিরা পাত্রে ঘসা মাজা।
মৃত্যুও আসে তাই
পৃথিবীতে শূন্য হ'ব একদিন
তখনও জাগবে ঘাসে আশার ফড়িং।
____________
Asadharan
উত্তরমুছুনAsadharan
উত্তরমুছুন