খেলার পুতুল
খেলার পুতুল তোর অবস্থা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। আর কাঁদিস না,কষ্ট হবে। আমিও এমন বায়না ধ'রতাম,কথাবলা হাত-পা নাড়ানো পুতুল চাই। বাড়ির একমাত্র মেয়ে ছিলাম তো! সব আবদারই মিটত,কথা বলা পুতুলের আবদার কেউ মেটাতে পারেনি। তুই এমন আবদার করিস না। কেউ মেটাতে পারবে না। বাবা তো ব'লল এনে দেবে....... তোর কান্না থামানোর জন্যে বলেছে। আর কাঁদিস না। হেঁচকি উঠছে,এবার কষ্ট হবে। হোক, পুতুল না আনলে আমি চ'লে যাব। কোথায় যাবি রে পাগলি.....একা একা খেলতে শেখ,একা একা খেলতে পারিস না? বাবা তো বলেছে এনে দেবে। তাহ'লে আর কাঁদছিস কেন? মা দোকান থেকে এসে যদি দেখে তুই এখনও কাঁদছিস.....তুই তো তারও একটা পুতুল। কথা শুনিস না ব'লে মার খাস। আমি আমার পুতুলকে অনেক জামা প্যান্ট পরাব। পরাবি পরাবি..... তোকে আরও কত কি করতে হবে! তাকে বসিয়ে দিতে হবে,শুইয়ে দিতে হবে,জামাকাপড় পরিয়ে দিতে হবে, খাইয়ে দিতে হবে তারপর সে একদিন চলতে শিখবে,ব'লতে শিখবে, তোর কথার অবাধ্য হবে,তখন কি করবি? আমি সব করব.... তোর পুতুল যদি তোকে পছন্দ না করে? তুমি বাজে কথা ব'লছ..... বাজে কথা নয় রে,তা-ই হয়। তোর...