গেনু একতাল মাখা ময়দা পেল একশ টাকার বিনিময়ে। এবার সে সেটা বিক্রি করবে কিন্তু রাজার নিয়ম মেনে দশ টাকা রাজকোষে দিতে হবে। পেয়াদা বলল, নিয়ম না মেনে, তাকে পাঁচ টাকা দিলেই হবে। গেনু চিন্তায় প'ড়ে গেল। চামেলী নদীতে মাছ ধ'রছিল, ভোর থাকতে। সকাল হ'লে, বাড়ি গিয়ে ঘরে খোরাকি কিছু রেখে শুকনো কাপড় প'রে, বাজারে গেল বিক্রি করতে। কিন্তু তাকেও নিয়ম মেনে পাঁচ টাকা রাজকোষে দিতে হবে। পেয়াদা বলল, নিয়ম না মেনে তিন টাকা তাকে দিলেই হবে। চামেলী পড়ল মহা ফাঁপড়ে। এই অবস্থায় গেনুর ময়দা শক্ত হয়ে যাবার জোগার। চামেলীর মাছ পচে যায় যায়। দুজনে ছুটলো রাজার কাছে। রাজ-সাক্ষাৎ কি আর যে সে ব্যাপার! অনেক ঘর, বারান্দা, খিলান পেরিয়ে তারা হাজির হ'ল রাজার সামনে। হাসি হাসি মুখে রাজা বসে আছে। ওদের দেখে রাজা ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার। ওরা সব বৃত্তান্ত বলার শেষে, গেনু বলল, তার কাছ থেকে দশ টাকা নিলে তার ময়দার দাম যাবে বেড়ে, তখন সে বেশি খদ্দের পাবে না, বরং রাজপেয়াদার পাঁচ টাকাটাই রাজা নিক তাহলে সেও খদ্দের পায়, রাজকোষেও কিছু অর্থ জমা পড়ে। চামেলীও একরকম সেই কথাই বলল। রাজা সেই কথা শুনে বলে, " ...